শি রো না . . .
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও উন্নয়নশীল রাষ্ট্র। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের পর দেশটি বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। প্রথমে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমন ঘটে ১২০৪ শতকে। এ সময় তিনি বাংলার পশ্চিমে নদীয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ দখল করেন। তবে,১২০৬ সালে বিহার অভিযানে মারা যান। বাংলাদেশের সভ্যতার ইতিহাস চার সহস্রাব্দেরও বেশি সময় ধরে সেই ক্যালকোলিথিক যুগ থেকে চলে আসছে। দেশটির প্রারম্ভিক ইতিহাস হচ্ছে আঞ্চলিক আধিপত্যের জন্য হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যসমূহের মধ্যকার দ্বন্দ্ব ও প্রতিযোগিতার ইতিহাস।
যোগাযোগের

+880 171 8974109

kab118207@gmail.com

আস সালামুওলাই কুম। পরমকরুনাময় আল্লাহ পাকের অশেস কৃপা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রি, জাতির জনকের যোগ্য উত্তর সুরি শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় আজ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম পদক্ষেপ হিসেবে শিক্ষাখেত্রে প্রথম বারের মত ডিজিটাল সুবিধায় পদার্পণ করতেপেরে সত্যিকার অর্থেই গর্ব অনুভব করছি। বে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের সিমীত সুযোগের মধ্যে বাস্তবিক অর্থেই এই স্বপ্ন ছিল অধরা। যশোর শিক্ষা বোর্ড নিজ থেকে প্রত্যেক প্রাতষ্ঠানের জন্য একটি করে ওয়েব পেজ খুলে দিয়ে আমাদেরকে আজ আধুনিক ও যুগোপযুগি ব্যাবস্থাপনার সাথে সমৃক্ত করে দিয়েছেন সেই জন্য অমরা কতৃপক্ষের নিকট কৃতজ্ঞ। আজ আমরা যেমন সহজেই বোর্ডের যাবতীয় কাজের সাথে যুক্ত হতে পেরেছি তেমনি নিজেরাও আন্ত পতিষ্ঠানিক যোগাযোগের

আস সালামুওলাই কুম। পরমকরুনাময় আল্লাহ পাকের অশেস কৃপা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রি, জাতির জনকের যোগ্য উত্তর সুরি শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় আজ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম পদক্ষেপ

img